বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫

বাংলা আমার বাংলা




অহনলিপি-বাংলা১৪ ফন্ট ডাউনলোড লিংক:













বাংলা আমার বাংলা



                 বাংলা আমার বাংলা     ২২/০৩/২০০৩
(গান)
চিন্ময় রায়
মনোজকুমার দ. গিরিশ


( প্রথম প্রধান দুটি পংক্তি রচনা করেছেন চিন্ময় রায়)--১৯৭১ )


বাংলা আমার বাংলা, আমার শান্তির নিকেতন৤
ওমা, জন্মে তোমায় করেছি প্রথম প্রণাম নিবেদন৥

তোমার আকাশে তোমার বাতাসে একীগো সোহাগ মাখা৤
দিবসে রভসে পাখিরা আকাশে অবাধে মেলে গো পাখা৥
ঘাসের শিশিরে কাশের হাসিতে  কণক কিরণ মাখা৤
তোমার স্নেহ-নবনী মাখানো বিহ্বল তনুমন৥
সুবাস ছড়ানো কুসুম জড়ানো অঙ্গ-আভরণ৤
তোমার মমতা ঝরিছে সতত হরষে অকারণ৥

এই যে দোপাটি কুন্দ ধুতুরা জড়িয়ে সোহাগে হাসে৤
জীবন আমার ধন্য ধন্য তোমার চরণে এসে৥
চাহিনা গো আর এ মাটি ছাড়ি বাহিরিতে দেশে দেশে৤
তোমার শ্যামলে জগৎ বিভোল, বিভোল এ প্রাণ মন৥



(সুর দিয়েছেন-- শিবরঞ্জন মণ্ডল, কণ্ঠ-- বর্ণনা মিত্র)






           














শনিবার, ১৭ জানুয়ারী, ২০১৫

একদিন




অহনলিপি-বাংলা১৪ ফন্ট ডাউনলোড লিংক:






একদিন
মনোজকুমার দ. গিরিশ
মণীশপার্ক, কোলকাতা 


একদিন চলে যাব দূরে ঠিকই
শীতের বিকেল যেমন শীতার্ত থাকে
পাখিরাও তার ঝাপটায় না ডানা আর
গুটিসুটি বসে থাকে পাতার আড়ালে
মুখ গুঁজে পাখার ভিতর
ম্রিয়মাণ রোদটাও মুখ গুঁজে থাকে
সুদীর্ঘ ছায়াটির বাঁকে
শিশুরাই করে শুধু কোলাহল
রাত হলে রুটি হবে গরম গরম
আলুভাজা পটলের সাথে
শীতে জড়, উঠব কেমন করে
সাতটাতে অতি ভোরে
কুয়াশার জাল ঘেরা মাঝ পথে
থেমে আছে গাড়িগুলো, রেলকম
ঝম ঝম থেমে গিয়ে শ্বাস নেয়
দূরে যাব বলে তাই দূরে যাওয়া হয় নাই
শীতের সকাল আমায় দিল না যেতে
তাই আমি নবীন প্রভাতে ভালোবেসে
খেলা করি কুয়াশার সাথে৥

 
 














শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০১৫

বাংলা আবাস



মনোজকুমার দ. গিরিশ
মণীশ পার্ক, কোলকাতা 










বাংলা আবাস

বাংলা আবাস




গিরিশের এলেম সবে দেখ সর্বজন
দেখি তাহা সহিতে হে, পারো কতক্ষণ! 













অহনলিপি-বাংলা১৪ ফন্ট ডাউনলোড লিংক: