শনিবার, ১৭ জানুয়ারী, ২০১৫

একদিন




অহনলিপি-বাংলা১৪ ফন্ট ডাউনলোড লিংক:






একদিন
মনোজকুমার দ. গিরিশ
মণীশপার্ক, কোলকাতা 


একদিন চলে যাব দূরে ঠিকই
শীতের বিকেল যেমন শীতার্ত থাকে
পাখিরাও তার ঝাপটায় না ডানা আর
গুটিসুটি বসে থাকে পাতার আড়ালে
মুখ গুঁজে পাখার ভিতর
ম্রিয়মাণ রোদটাও মুখ গুঁজে থাকে
সুদীর্ঘ ছায়াটির বাঁকে
শিশুরাই করে শুধু কোলাহল
রাত হলে রুটি হবে গরম গরম
আলুভাজা পটলের সাথে
শীতে জড়, উঠব কেমন করে
সাতটাতে অতি ভোরে
কুয়াশার জাল ঘেরা মাঝ পথে
থেমে আছে গাড়িগুলো, রেলকম
ঝম ঝম থেমে গিয়ে শ্বাস নেয়
দূরে যাব বলে তাই দূরে যাওয়া হয় নাই
শীতের সকাল আমায় দিল না যেতে
তাই আমি নবীন প্রভাতে ভালোবেসে
খেলা করি কুয়াশার সাথে৥

 
 














কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন